কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি লস্কর পাড়া গ্রামে হামলা করে দোকান ভাঙচুর নগদ টাকা ও মালামাল লুটপাটসহ মারপিট করে 8 বছরের শিশুসন্তান ও বাদ দেওয়া হলেও না, বাবা মাকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় ৫জনকে আসামি করে গৃহবধূ লাভলি খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, সোনাইকুন্ডি লস্কর পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার পুত্র রঞ্জু , নামে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে জমিজমা সংক্রান্ত বিষয়ে একই গ্রামের মোঃ আনসার লস্কর এর পুত্র সরোয়ার লস্করের নেতৃত্বে সঙ্ঘবদ্ধ দল নিয়ে রঞ্জুর মোটরসাইকেলের গতিরোধ করে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে মটর সাইকেল নিয়ে যায়। তারপরে উক্ত সঙ্ঘবদ্ধ দল রঞ্জুর বাড়িতে এবং বাড়িসংলগ্ন মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে রঞ্জু মিস্ত্রী বাধা দিতে গেলে তাকে এবং তাদের 8 বছর বয়সী শিশু কন্যা সিনথিয়াকে মারধোর করে নীলা ফুলা জখম করে। এ সময় লাভলী খাতুনের এবং সিনথিয়ার গলায় থাকা স্বর্ণের চেইন, দোকানের ক্যাশ বাক্স থাকা নগদ ২৫হাজার টাকাসহ মালামাল লুটপাট করে সবার সামনে দিয়ে চলে যায়। দৌলতপুর থানার ওসি জহুরুল আলম লিখিত অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান, ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।