সিলেটের মৌলভীবাজারের কুলাউড়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কুলাউড়া থানা পুলিশ। শনিবার (০৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু। তিনি বলেন,গত বুধবার (০১ নভেম্বর) কুলাউড়া পৌর ও ভূকশিমইল ইউনিয়ন এলাকায় বিএনপি- জামায়াতের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা ও নাশকতা শুরু করে। তখন পুলিশ তাদের ধাওয়া দিলে সকলে পালিয়ে যায়। তিনি আরও জানান,এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ২০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরমধ্যে ৩ জনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়। মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।