প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২০, ৫:২০ অপরাহ্ণ
কুমিল্লা ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত্ব ৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস
কুমিল্লা ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত্ব ৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস। কুমিল্লা ১০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত্ব৭ কোটি ২৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এম ডি আরিফ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় বিজিবি কুমিল্লা সদর দফতরের শালবন মাল্টিপারপাস হল সংলগ্ন মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন। ভারত সীমান্তবর্তী কুমিল্লার বিভিন্ন এলাকায় গত ১ ফেব্রুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে জব্দ ৭ কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এসবের মধ্যে রয়েছে ফেনসিডিল, গাঁজা, মদ, ইয়াবা, বিভিন্ন অবৈধ ট্যাবলেট ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধংস করে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত