কুকিয়া চাঁদপুর মুচড়া ব্রীজের উপর থেকে এক কেজি গাঁজাসহ আটক ১
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের দীক নির্দেশনায় মাদক মুক্ত চুয়াডাঙ্গা জেলা গড়ার লক্ষ্যে , ও তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে চুয়াডাংগা থানার এসআই(নিঃ)/ মোঃ হাসানুজ্জামানসহ একটি চৌকস টিম চুয়াডাংগা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচলনা কালে আজ ইং২৬/১০/২০২০ তারিখ বেলা ১.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা থানাধীন মাখালডাঙ্গা ইউনিয়ন কুকিয়া চাঁদপুর গ্রামস্থ মের্সাস কুকিয়া চাঁদপুর ট্রেডাস এর সামনে মুচড়া ব্রীজের উপর হইতে আসামী ১। মোঃ মিজানুর রহমান ওরফে মিঠুন(২৭), পিতা- মোঃ, ইসলাম, সাং- মদনাস্কুল পাড়া, থানা- দর্শনা জেলা- চুয়াডাংগাকে ০১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে এই গাঁজা ব্যবসায়ী তথা মাদক ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট এর সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। অভিযান শেষে ধৃত আসামীসহ ঘটনায় জড়িত পলাতক অপরাপর আসামী তথা আটককৃত আসামিসহ এজাহারনামীয় (০৪) চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।