কিশোরগঞ্জে ট্রাক চাপায় পা বিচ্ছিন্ন বৃদ্ধের মৃত।


মো : মিজানুর রহমান ,কিশোরগঞ্জ,নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক চাপায় রেয়াজ উদ্দীন (৭০) নামের পা বিছিন্ন বৃদ্ধ ব্যক্তির মারা গেছে। রবিবার (৯ ফেব্রæয়ারি) বিকেল ৪ টায় থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত রেয়াজ উদ্দিন পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ী ধাপেরডাঙ্গা গ্রামের মৃত জষোর উদ্দিনের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা থেকে আলু বোঝাই ঢাকা মেট্রো-ট ১২-০১৫৩ ট্রাকটি ঢাকার উদ্দেশ্য রওনা হলে। ট্রাকটি থানা মোড়ে পৌঁছালে অপরদিক থেকে বাইসাইকেলে আসা বৃদ্ধকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের চাকায় পড়ে বৃদ্ধের ডান পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে আলাদা যায়। আহত বৃদ্ধকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।