কাশিয়ানী তে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
কাশিয়ানী থানা কর্তৃক আয়োজিত বদলে যায় বদলে দেয় এই স্লোগানকে সামনে রেখে মুক্ত আলোচনা সভার আনুষ্ঠানিক ভাবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রেখে সভার সভাপতিত্ব করেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান।
শনিবার সকালে কাশিয়ানীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, পিপিএম–সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান (তাইয়ান), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান সহ কাশিয়ানী উপজেলার রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় মুক্ত আলোচনা সভায় উপস্হিতি জনসাধারণ তাদের বক্তব্য বিভিন্ন সুবিধা – অসুবিধার কথা তুলে ধরেন। মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তার বক্তব্যে বলেন, কাশিয়ানী উপজেলায় আইনের সর্বোচ্চ সদ্ব্যাবহার ও পুলিশের নিকট হতে সহায়তা থেকে শুরু করে সব ধরনের সেবা পাবেন জনগণ।
আমি একজন পুলিশ সুপার হিসাবে আপনাদের অবগত করছি মাদক, সন্ত্রাস শূন্য টলারেন্স হিসাবে আমরা কাজ করছি।
আপনাদের কাছ থেকে আমরা পুলিশ সহযোগিতা কামনা করছি, যে কোন ধরনের আইন বিরোধী কাজের তথ্য দিবেন।
পুলিশ তদন্ত করে সঙ্গে-সঙ্গে আইনি ব্যবস্থা নিবে। সেই সাথে তিনি আরো বলেন, সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক সেবন, ডাকাতি, মাদক চোরাচালানির বিরুদ্ধে কোন ধরনের থানায় সুপারিশে আসবেন না।
পরিশেষে প্রধান অতিথি বক্তব্যে বলেন, অপরাধ থেকে নিজে বিরত থাকুন সোনার বাংলা গাড়ার লক্ষ্যে পুলিশ ও জনতা সমঝোতা হয়ে আসুন এক যোগে কাজ করি। অনুষ্ঠানের সভাপতি কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ও সাধারণ জনগনের পাশে থেকে দিন-রাত সেবায় নিয়োজিত ও পরিশ্রম করে যাচ্ছেন। সেই সাথে বিট পুলিশং সমাবেশের কর্মসূচিতে সকলের উত্তর – উত্তর মঙ্গল কামনা করে মুক্ত আলোচনার সমাপ্তি ঘোষণা করেন।