কাশিয়ানী’তে ‍‍”শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ” গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত!

এম এম ছাদ্দাম হোসেন

শনিবার বিকালে মুজিব বর্ষ উপলক্ষে তিলছড়া সৈয়াদুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙনে “শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ” গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যেগে “আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি শিকদার সুমন এবং সঞ্চালনা করেন বিল্পবী সাধারন সম্পাদক শিমুল হাসান।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য কমিটির অন্যতম সদস্য জনাব ফারুক আহমেদ (জাপানি ফারুক), কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মোক্তার হোসেন, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জনাব নিউটন মোল্লা, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আতাউর রহমান পিয়াল, কাশিয়ানী থানা অফিসার ইনচার্জ জনাব আজিজুর রহমান, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি জনাব আজাদ হোসেন মৃধা, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জনাব বদরুল আলম বিটুল, ওড়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব ফেরদৌস হাসান সহ বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এবং এলাকাবাসী।

শিক্ষার্থীর অভিভাবক শেখ জাহিদুর রহমান জাহিদ শেখ রাসেলের জীবনী বিষয়ক বই বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘শেখ রাসেলের স্মৃতির পাতায়’’ শিরোনামের বইটি পড়ে শিক্ষার্থীরা শেখ রাসেলের জীবনী সম্পর্কে জানতে পারবে। একইসঙ্গে শেখ রাসেলের আদর্শ ধারণ করতে বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই শেখ রাসেলের আদর্শ প্রতিটি শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে পড়ুক।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *