গত কাল ৯/১১/২২ বুধবার বিকালে গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার বর্নিক সমিতির আয়োজনে, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় "পাবনা ফুটবল একাদশ" বনাম "মাদারীপুর শিবচর ফুটবল একাদশ" এর মধ্যেকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক-শুন্য গোলে পাবনা ফুটবল একাদশকে পরাজিত করে মাদারীপুর শিবচর ফুটবল একাদশ এর বিজয়ী হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানে আলন বিরু মিয়া, বিশেষ অতিথী কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া, আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন,সাধারণ সম্পাদক লুৎফর রহমান,আয়োজক কমিটির নেতৃীবিন্দৃ সহ স্থানিও নেতাকর্মী ও গন্যমান্য বেক্তি বর্গ অনুষ্ঠানে অতিথিগণ চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৫১ হাজার টাকা, এবং রানারআপ দলকে প্রাইজ মানি ৩০হাজার টাকা পুরস্কার দেন।