কাশিয়ানীতে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থী সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে সহকারী শিক্ষক সুমন সরকার।

  ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের “সিংগা কে সি সি এম উচ্চ বিদ্যালয়ে” উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সরকারের বিরুদ্ধে।

অত্য বিদ্যালয়ের একটি কক্ষে সুমন সরকার নিয়মিত শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান গত ২০/৯/২২ তারিখে পড়ানোর শেষ পর্যায়ে সকলকে ছুটি দিয়ে বিদ্যালয়ের ৭ম শ্রেণির ঐ ছাত্রীকে অংকো বোঝানোর নাম করে সুমন সরকার মনোবাসনা পূরণের জন্য তার সঙ্গে অশ্লীল আচরণ করে।

শিক্ষক সুমন সরকার ও মেয়ের পরিবার সূত্রে জানা যায় ওই সময় শিক্ষার্থীর ঘারে হাত রেখে স্পর্শকাতর স্থানে স্পর্শকরেন বাহিরে অপেক্ষা রত দুই শিক্ষার্থী কে অপেক্ষা করতে দেখে শিক্ষক সুমন সরকার তাকে ছেড়ে দেয় এবং সে বেরিয়ে যায় পরবর্তীতে বান্ধবীদের মুখোপেখি হয়ে কান্নারত অবস্থায় প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করেন। ইতিমধ্যে বিষয়টি স্কুলের অন্যান্য শিক্ষার্থী এলাকার ব্যক্তিবর্গ সকলের ভিতরে বিষয়টি জানাজানি হয়ে যায় এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষকের অপসারণ ও বিরূপ আচরণের শাস্ত্রির দাবিতে অত্র বিদ্যালয়ে দেয়ালে লিফলেট টাঙানো হয়।

এলাকার সুশীল সমাজের সাথে কথা বলে জানা যায় এমন চরিত্রের শিক্ষক বিদ্যালয়ে থাকলে আমাদের সন্তানদের নিরাপদ কোথায় এবং শিক্ষক সমাজের জন্য দুঃখজনক যে কারণে বিদ্যালয়ের ভাবমূর্তি দিন দিন ক্ষুন্ন ও সামাজিক অবক্ষয় হচ্ছে। এ বিষয়ে পরিবারের অবিভাবক দের পক্ষ থেকে এমন ঘটনার শাস্তি দাবি করেন, তন্মধ্যে শিক্ষক সুমন সরকার ঐ পরিবারকে এ বিষয়ে কারো কাছে অভিযোগ না করার জন্য বিভিন্ন মাধ্যমে অনুরোধ করেন।

 কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম অনুসন্ধান টিম এর তথ্যচিত্রে বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, মেয়ের পরিবার,শিক্ষক সুমন সরকার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মিল পাওয়া যায়। স্থানীয় অভিভাবকদের দাবি এখন পর্যন্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের কতৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *