কাশিয়ানীতে হত্যা মামলা ষড়যন্ত্রমূলকভাবে আসামী করায় রেহাই পেতে বৃদ্ধার সংবাদ সম্মেলন


গোপালগঞ্জের কাশিয়ানীতে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আসামী করায় মামলা থেকে রেহাই পেতে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২ আগষ্ট) সকালে উপজেলা ভাট্টাইধোবা গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন সেলিনা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৯ মে কাগদী গ্রামের সিজানুর রহমান খুন হন। কিন্তু ওই হত্যাকান্ডের ঘটনায় আমার দুই ছেলে ও পুতনী’কে ষড়যন্ত্রমূলকভাবে আসামী মামলার আসামী করা হয়। কিন্তু ঘটনার সময় আমার দুই ছেলে কর্মস্থলে ও পুতনী স্কুলে ছিল। হত্যা মামলায় আসামী করায় আমার দুই ছেলে বাড়ী থেকে পলাতক রয়েছে আর পুতনী জামিনে রয়েছেন। আমার দুই ছেলে পলাতক থাকায় আমরা খেয়ে না খেয়ে মানবেতর জীবন পার করছি। এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেতে মাননীয় প্রধানমন্ত্রী ও উর্ধতন কর্মকর্তার দাবী জানাচ্ছি। সেই সাথে এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি দাবী জানাই। এ সংবাদ সম্মেলনে নূরুন্নাহার বেগম ও সুবর্ণা খানম’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।