কাশিয়ানীতে সড়কে পাথর রাখার দায় জরিমানা


গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কের ওপর পাথর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
আজ বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বিশ^রোডের রাতইল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আতিকুল ইসলাম। মো. আতিকুল ইসলাম জানান, মহাসড়কের ওপর পাথর রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার দায়ে হাইওয়ে আইন ১৯২৫ অনুয়ায়ী শাহিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহায়তা করেন হাইওয়ে পুলিশ ও কাশিয়ানী থানা পুলিশ। দূর্ঘটনা রোধের জন্য মহাসড়কের উপর কোন প্রকার পণ্য সামগ্রী/ মালামাল না রাখার জন্য সকলকে অনুরোধ করা হল।। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।