কাশিয়ানীতে সরকারি,বেসরকারি ১৫ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ


বুধবার(২৮ সেপ্টেম্ভর) গোপালগঞ্জের, কাশিয়ানী উপজেলা মৎস্য কার্যালয়ের বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে দেশিয় প্রজাতির মাছ,শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সরকারি / বেসরকারি ১৫ টি জলাশয়ে ১১৪২. ৮৫কেজি দশীয় প্রজাতের পোনা ও শিং মাছ অবমুক্ত করা হয়েছে।
উপজেলা পরিষদ পুকুরে ১৬০কেজি মাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্ধোধন করে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী৷ এবং উপজেলার ভূমি অফিসের পুকুর ৪০কেজি, কাশিয়ানীর থানার পুকুর ১০০কেজি, দক্ষিণ পদ্ম বিলের আশ্রায়ন পুকুর ৬০ কেজি, জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ন পুকুর ৫০কেজি, হাইসুর বৃদ্ধাশ্রম এর পুকুর ৬০ কেজি, তাড়াইল মাদ্রাসা পুকুর ৬০ কেজি, কাশিয়ানী যুব সংঘ ৮০কেজি, এম এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজ পুকুর ৬০কেজি, তারাইল আস্রায়ন পুকুর ৫০কেজি, সিতারামপুর মাদ্রাসা ও এতিমখানা পুকুর ৬০কেজি, ধানকুড়া মাদ্রাসা পুকুর ৫০কেজি, ডুমরা কান্তি মাদ্রাসা পুকুর ৬০ কেজি, হাতিয়াড়া বিল ১৫০কেজি, পারুলিয়া বিল ১০২কেজি।
রুই উনার মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করা হয় এই কার্যক্রমে উপস্তিথ ছিলেন জেলা প্রকল্প (এডিপি) মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শাজাহান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন মিয়া,সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার এমএম ওয়াহিদুজ্জামান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ,, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিলটন খান সহ প্রমূখ।