কাশিয়ানীতে শারদীয় দূর্গপূজার নামে অর্থ আত্মসাতের অভিযোগ


তারাইল গুচ্ছ গ্রামের ৭৫নং মন্ডপের সভাপতি বাবু স্বপন বিশ্বাস (ভানু বিশ্বাস) প্রতিমা না গড়েই রঙের বাহারের ব্যানার টানিয়ে শারদীয় দূর্গপূজার করেন এম এ জামান। গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নে শারদীয় দূর্গাপূজার লক্ষে সরকার প্রদত্ব ৫শত কেজি চাল উত্তোলন করে আত্মসাত করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।
৭৫নং মন্ডপের সভাপতি বাবু স্বপন বিশ্বাস (ভানু বিশ্বাস) ফুকরা ইউনিয়ন ২নং ওয়ার্ড তারাইল গুচ্ছ গ্রামের ৭৫নং পুজামন্ডপের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায় প্রতিবারের ন্যায় এবারও শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রী প্রতিটি পূজামন্ডপের জন্য ৫শকেজি চাল বরাদ্দ দেন।কাশিয়ানীতে ২১৯টিঁ পুজামন্ডপের মধ্যে তারাইল গুচ্ছ গ্রামের ৭৫নং মন্ডপের সভাপতি বাবু স্বúন বিশ্বাস (ভানু বিশ্বাস) প্রতিমা না গড়েই রঙের বাহারের ব্যানার টানিয়ে বরাদ্দের ৫শকেজি চাল উত্তোলন করেন এবং চাল বিক্রির ১৮হাজার টাকা হাতিয়ে নেন।
প্রতিমা না গড়ে সরকারী বরাদ্দ চাল কেনো তুললেন জানতে চাইলে মন্ডপের সভাপতি স্বপন বিশ্বাস বলেন,বিষয়টি ওয়ার্ড মেম্বার মোঃ মনির শেখ জানেন। তিনার সাথে আলোচনা করেই টাকা তুলেছি । ব্যানারে শারদীয় দূর্গাপূজা পালন করা যাবে কিনা জানতে চাইলে ধর্মীয় পুরহিত নিজামকান্দি গ্রামের সুজন ভট্্রাচার্য বলেন, কোন ধর্মীয় গ্রন্থে ব্যানারে পুজার কথা লেখা নাই । এমনটি করে যদি কেউ সরকারী টাকা নিয়ে থাকে তবে সে ধর্মের নামে প্রতারণা করেছে । মেম্ববার মনির শেখ বলেন ,বিষয়টি আমি জানি তবে বরাদ্দকৃত অর্থ আনতে বলিনি। কাশিয়ানী উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায় বলেন,এমনটি হলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।