কাশিয়ানীতে মিনি ড্রাম ট্রাকের ধাক্কায় ইজি বাইক চালক সহ পাঁচজন আহত।

 আজ রবিবার (১/১/২০২৩) সকাল আনুমানিক ৮:১০ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া নতুন বাইপাস সড়কের বড় ব্রিজ সংলগ্ন পুইশুর অভিমুখে বালু ভর্তি ড্রাম ট্রাকটি, রামদিয়ার দিকে আসা ইজিবাইক কে ধাক্কা দেয়।এমতাবস্থায় ঘাতক ট্র্যাকটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়।আহতদের দ্রুত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এদের মধ্যে দুজনের পরিস্থিতি আসংখ্যজনক। রামদিয়া পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান ঘটনাস্থল থেকে ইজিবাইক হেফাজতে রাখা হয়েছে এবং ঘাতক মিনি ড্রাম ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। উল্লেখ্য দুর্ঘটনার স্থানটি চতুর্মুখী সংযোগ,নেই কোনো স্পিড বেকার, গাড়িগুলো দ্রুত চলাচল করে, ফলে এই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা মনে করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *