প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৬:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২০, ১১:০১ পূর্বাহ্ণ
কাশিয়ানীতে বিট পুলিশিং অফিস উদ্বোধন
ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধিঃ ৫ নং কাশিয়ানী সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া হাইওয়ে গোলচত্বরে আনুষ্ঠানিকভাবে বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়েছে।
ফিতা কেটে বিট পুলিশিং অফিস উদ্বোধন বৃহস্পতিবার বেলা ১২ টায় কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়াারম্যান মোঃ মশিউর রহমান খানের সভাপতিত্বে ও কাশিয়ানী থানা ইন্সপেক্টর তদন্ত ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাশিয়াানী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এই বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন।
কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়াারম্যান মোঃ মশিউর রহমান খান বিট পুলিশিং অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশের টিআই মোঃ মশিউর রহমান, এসআই আলমগীর হোসেন, বিট অফিসার এসআই রতন বৈরাগী, বিট সরকারি এ এসআই মিজানুর রহমান কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজ মোল্লাসহ, কাশিয়ানী থানার অন্যান্য পুলিশ সদস্য, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত