প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
কাশিয়ানীতে ডিলারের বিরুদ্ধে খাদ্যবান্ধব চাউল আত্মসাতের অভিযোগ।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডিলার কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের চাউলের কার্ড থাকলেও চাল না পাওয়ার অভিযোগ করেছে উপজেলার হাতিয়ারা ইউনিয়নের বেশ কয়েকজন কার্ডধারী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হাতিয়ারা ইউনিয়নের ডিলার দেবজ্যোতি মন্ডল এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বাবুল বিশ্বাস (কার্ড নং -৪১১), বিশ্বনাথ বালা (কার্ড নং- ৪১২),নিভা বালা (কার্ড নং- ৪০৬), অভিযোগ করে বলেন, হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরে চালের কার্ড থাকলেও চাউল থেকে বারবার বঞ্চিত হচ্ছি। সরকারী চাকুরী করার পরও খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার হয়েছে দেবজ্যোতি মন্ডল তিনি নওগাঁ জেলায় কর্মরত আছেন,তার পিতা হারানিধি মন্ডল এ চাউল বিতরণ করে।
ভুক্তভোগীরা বলেন হারানিধি মন্ডলের কাছে বারবার চাউল চাইলে তিনি বলেন চাউল বিক্রি করে দিয়েছি, মুখ বন্ধ রাখার জন্য চাউলের বিনিময়ে টাকা দেয়ারও আশ্বাস দেন তিনি, আমরা বারবার যাওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে চাউলও দেন না টাকাও দেন না, আমরা পরিবার নিয়ে চরম খাদ্য সংকটে ভুগছি।
তালিকায় অনেকের নাম থাকা স্বত্ত্বেও ডিলার দীর্ঘদিন যাবৎ গরীবের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করে আসছে। এই দুর্নীতিবাজ চাউল আত্মসাৎ কারী ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা উল্লেখ্য গত ৭/৪/ ২০২১ তারিখে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের অনুসন্ধানে ডিলার দেবজ্যোতি মন্ডল এর খাদ্য বান্ধব কর্মসূচির চাউল আত্মসাৎ এর প্রমাণ চিত্রসহ নিউজ প্রকাশ হয়েছিল তারপরেও বহাল তবিয়াতে অসহায় ও নির্মআয়ের মানুষের জন্য বরাদ্দ কৃত খাদ্যবান্ধব কর্মসূচির চাউল আত্মসাতের তার এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত