কাশিয়ানীতে করোনা টিকাদান কর্মসূচীর আজ চতুর্থ দিনে করোনার টিকা গ্রহন করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান সহ অনেকেই।
বিএনপি-জামাতের জনগোষ্ঠী করোনার ভ্যাকসিনের যে গুজব ছড়িয়ে ছিল তার তীব্র নিন্দা জানিয়ে চতুর্থ দিনে ভ্যাকসিন গ্রহণ করেন কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ বাংলাদেশের ৬৪ জেলায় এই করোনা ভ্যাকসিন এর কার্যক্রম শুরু করেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
আমাদের দেশ এগিয়ে চলেছে আল্লাহর রহমতে তারই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়া সারা বাংলাদেশ একটি দৃশ্যমান হয়ে দাঁড়িয়েছে, তিনি সারা বাংলাদেশ সহ তার নিজের ইউনিয়নের সকলকে আহ্বান করেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার জন্য ।
ভয় কে জয় করে এগিয়ে যেতে হবে। প্রতিটা পদক্ষেপে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবো। এসময় আরো ভ্যাকসিন গ্রহণ করেন কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, সহ উপজেলার অধিকাংশ সরকারি কর্মকর্তা, এবং জনপ্রতিনিধিসহ জনসাধারণ।