গোপালগঞ্জের কাশিয়ানীর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহাকে (৩২) কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত চিকিৎসককে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলা পশুসম্পদ অফিসের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত বা. সুব্রত সাহা জানান, প্রতিদিনের মত আমি বিকালে ঘুরতে বেরিয়ে সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসষ্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরছিলাম। এ সময় একটি মাইক্রোবাস থেকে অতর্কিতভাবে ৫/৭ যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সেই মাইক্রোবাসযোগে পালিয়ে যায় তারা।
ঠিক কি কারণে তারা আমার ওপর হামলা চালিয়েছে আমার জানা নেই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এঘটনায় কাশিয়ানী হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডা. সুব্রত সাহা'র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আমরা আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তবে কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনার কোন কারণ জানা যায়নি।