প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২০, ৯:০১ অপরাহ্ণ
কাশিয়ানীতে উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন উদ্বোধন
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা পরিষদের চারতলা ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১.৩০টা স্থানীয় সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লে. কর্ণেল(অবঃ)মুহাম্মদ ফারুক খান এমপি উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এ ভবন নির্মাণ করা হয়। এ সময় ইউএনও রথীন্দ্রনাথ রায় সভাপতিত্বে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী ও মুকসেদপুরের জনন্দিত নেত্রী কানতারা খান,কাশিয়ানী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী থানার ও সি মো.আজিজুর রহমান, কাশিয়ানী সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস, এম শাহ জাহান সিরাজ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মকিমুল ইসলাম মকিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম, এলজিইডি প্রকৌশলী বাদল চন্দ্র কীর্ত্তনীয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, কাশিয়াানী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদ, সাধারণ সম্পাদক সহিদুল আলম মুন্না, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফায়েকুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, অন্যান্য মিডিয়ার সংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত