প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ৫:১৯ অপরাহ্ণ
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সালাউদ্দিন মোল্যা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বরাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্যার ছেলে।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) গনেশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরাশুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত