কাশিয়ানীতে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে উপজেলার পরানপুর বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি নুর ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুম বিল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন – ইসলামী যুব আন্দোলনের ফরিদপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামিল, ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাসলিম হুসাইন, ইসলামী যুব আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাইনুদ্দিন খান সিফাত, রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলামসহ ইসলামী যুব আন্দোলনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।