কাশিয়ানী,তে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২১ উপলক্ষে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ১৩ অক্টোবর বিকাল ৩টায় গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন মিয়ার সঞ্চালনায় ফায়ার সার্ভিস সদস্যদের প্রদর্শীত ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এর উপ সহকারী পরিচালক আবুল কালাম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় বলেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস টিম অনেকগুলো প্রদর্শনী দেখিয়েছেন এবং প্রযুক্তি গুলো দিয়ে কিভাবে কাজ করে তাঁর পরামর্শ দিয়েছেন। আসলে দুর্যোগের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মানুষের সচেতনতা।
সচেতনতার কোন বিকল্প নেই তাই আমরা যদি দুর্যোগে সাহস করে এই সহজ প্রযুক্তি ব্যবহার করতে পারি তাহলে দুর্যোগে জানমালের ক্ষতি কম হবে বলে আশা করি এবং হাতে-কলমে শেখানোর জন্য ফায়ার সার্ভিস টিমকে ধন্যবাদ জানান তিনি। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর সভাপতি মিলটন খান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।