কাশিয়ানির উড়াল সেতুতে মর্মান্তিক দুর্ঘটনার সম্ভাবনা


গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার উড়াল সেতুতে মর্মান্তিক দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। কাশিয়ানির ভাটিয়াপাড়ার ঢাকা-খুলনা মহাসড়কের উড়াল সেতুতে দীর্ঘদিন যাবত জ্বলছে না বাতি। এ জন্য উড়াল সেতুর পূর্ব পাশে রাতের অন্ধকারে ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। মায়ের কোল খালি হওয়ার সম্ভাবনা জাগছে । পথচারী ও চালক উভয় পক্ষই আলোর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে এ উড়াল সেতু দিয়ে। দ্রুত সেতুতে বাতি না দিলে যেকোন রাতে ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।
নিয়মিত ঢাকা থেকে গাড়িগুলো গভীর রাতে আসে উড়াল সেতুর ঠিক মাঝখানে। যে ডিভাইডার দেওয়া আছে নতুন পথ চালক সেটি বুঝতে না পেরে সরাসরি সংঘর্ষ হচ্ছে। এতে ঝরে যাচ্ছে বহু প্রাণ। এমন দুর্ঘটনা এড়াতে পুনরায় মানসম্মত বাতি দেয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী। চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই জায়গায় এলে আলোর অভাবে দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন। কয়েকজন পথচারী যারা এখান থেকে নিয়মিত যাতায়াত করে তারা অতি দ্রুত বাতি দেয়ার দাবি জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে।
এলাকাবাসী রেলওয়ে ফ্লাইওভার কর্তৃপক্ষ ও রোড এন্ড হাইওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে।