কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সামগ্রী ও সুচার ম্যাটেরিয়াল সরবরাহ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক জরুরী চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এস এম হুমায়ূন কবীর এর নেতৃত্বে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ডেপুটি কমিশনার মিতুল বণিক, পারভেজ রেজা চৌধুরী ও রায়হানুজ্জামানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাশিয়ানী উপজেলা কমপ্লেক্সে অপারেশনের অতিপ্রয়োজনীয় উপকরণ সামগ্রী সরবরাহ করা হয়।
সরবরাহ করা জিনিস পত্রের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সকাল অপারেশনের জন্য অতিপ্রয়োজনীয় নিম্নোক্ত সুচার ম্যাটেরিয়াল।
এসময় সেখানে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতালে এমন জরুরি উপকরণ পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সুচিকিৎসা প্রদানের ক্ষেত্রে যে বাধা ছিলো তা এ সমস্ত উপকরণ সরবরাহের কারণে লাঘব হয়েছে।
পরে অতিথি বৃন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা সহ ডেংগু রোগী বৃদ্ধি, সিজারিয়ান অপারেশন ও সড়ক দুর্ঘটনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়া ও এর প্রতিকার বিষয় নিয়ে আলোচনা করেন।
আজ সকালে সিজারিয়ান অপারেশনের জন্য সুচার ম্যাটেরিয়াল সরবরাহ করেন এর মধ্যে রয়েছে নিম্ন মালের তালিকা
Vicryl 1/0 — 10 dozens , Vicryl 1–(R/B) –10 dozens , Vicryl 2/0 (R/B)- 10 dozens, Prolene 1/0 – 5 dozens, Prolene 1 – 5 dozens , Cutgut 1/0 – dozens , Silk 1/0 – 5 dozens
সদস্য জাতীয় রাজস্ব বোর্ড জনাব হুমায়ূন কবির অতিদ্রুত ডেংগু ওয়ার্ডের জন্য ৫০০ ব্যাগ স্যালাইন সরবরাহ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এর আগে সরবরাহ করা জিনিস পত্রের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার স্যালাইন, মাল্টিমিডিয়া প্রোজেক্টর, দুইটা এয়ারককন্ডিশন, এন্টিভেনম ইঞ্জেকশন, আইপিএস ও ব্লাড ব্যাংক স্থাপনের প্রয়োজনীয় সামগ্রীসহ দুইটা ফ্রিজ বিতরণ করেন ।