কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত

ইবাদুল রানা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭৫ এর পনের আগস্ট সকল শহীদের স্বরণে বুধবার (২৩ আগস্ট) বিকাল চার টায় মুক্তিযোদ্ধা ভবনের সভা কক্ষে উপজেলা সম্মিলিত গণমাধ্যম কর্মী সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ” এর আয়োজনে এ শোক সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়, সংগঠনটি মুক্তিযোদ্ধার স্ব-পক্ষে স্বাধীনতার কথা বলে। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সহ সকলে ৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর স্বপরিবারের শাহাদাত বরণকারী সকল শহীদ স্মরণে এবং ২১আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নেতাকর্মীর আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করে।

এ সময় উপজেলার প্রয়াত সাংবাদিকদের ও নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের বাবার রুহের মাগফিরাত কামনা করা হয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল আলম মোরাদ ও সিনিয়র সহ-সভাপতি শহীদুল আলম মুন্না উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি উপজেলা আ:লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শরাফত হোসেন লাভলু মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মোল্লা, মোঃ আফজাল হোসেন, সহ সদর ইউনিয়ন আ: লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সহ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিল্টন খান। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাংবাদিক ঐক্য পরিষদের, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, ইবাদুল রানা, সদস্য এম এ জামান, বায়তুল হাসান চৌধুরী, রায়হান মুন্সী জসিম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের উপদেষ্টা মন্ডলির সদস্য কাজী ওমর,সহ সভাপতি পান্নু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সহ প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *