কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক কার্যক্রমের প্রশংসা ও উত্তরোত্তর উন্নতি কামনা করলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব জনাব আলহাজ্ব শাবান মাহমুদ
গতকাল ১৬-০৯-২০২০ কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত মহাসচিব সুযোগ্য নেতা বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের সুসন্তান বাংলাদেশের সাংবাদিক কুলের পথনির্দেশক জনাব আলহাজ্ব শাবান মাহমুদ। বর্তমান সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি ও ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম শুধুমাত্র একটি সাংবাদিক সংগঠন নয় বরং এলাকার উন্নয়ন ও আর্থসামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে এগিয়ে চলেছে যা বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবাদিক সংগঠনের জন্য একটি বিরল ঘটনা।
কাশিয়ানীর মত একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি কার্যকরী সংগঠন দেখে তিনি সংগঠনের সভাপতি জনাব মিল্টন খানকে সাধুবাদ জানান। তিনি রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে। হলুদ সাংবাদিকতার বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন সাংবাদিকতার মতো মহান পেশায় হলুদ সাংবাদিকতা কাম্য নয়। ভবিষ্যতে ফোরামের সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট করতে প্রশিক্ষণের ব্যবস্থা করার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল মজিদ সংগঠনের কার্যক্রম গতিশীল ও কার্যকরী করার লক্ষ্যে সাংবাদিকদের মানোন্নয়ন ও পেশাদারিত্ব গঠনে বিভিন্ন রকম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি জনাব মিল্টন খান বলেন সংগঠনের সাংবাদিকবৃন্দ সুনামের সাথে নির্ভীকভাবে সততা নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। হলুদ সাংবাদিকতা বিষয়ে তিনি বলেন আমাদের সংগঠনের কোনো সাংবাদিক হলুদ সাংবাদিকতার সঙ্গে জড়িত নয় আর যদি এরূপ প্রমাণ পাওয়া যায় তবে অবশ্যই সেই সাংবাদিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা ইউনিয়ন সাংবাদিক নেতা ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ।