কাশিয়ানী উপজেলা নির্বাহি কর্মকর্তার সঙ্গে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

কাশিয়ানী উপজেলা নির্বাহি কর্মকর্তার সঙ্গে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
গতকাল 510 2020 তারিখ সকাল দশটায় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায় কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ মতবিনিময় সভায় স্থান পায় কাশিয়ানী উপজেলার বিভিন্ন সমসাময়িক বিষয় যেমন স্বাস্থ্যখাত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা, ভেজাল বিরোধী অভিযানসহ অন্যান্য আরো অনেক বিষয়। এ সভায় কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ কাশিয়ানীতে বর্তমানে সাংবাদিকদের অবস্থান , সাংবাদিকদের অধিকার, সরকারি তথ্য প্রাপ্তিতে প্রশাসনের সহায়তাসহ নানা বিষয় তুলে ধরেন। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সাংবাদিকদেরকে সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে কাশিয়ানী তথা জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। এছাড়া তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম কে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় উপস্থিত কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি জনাব মিল্টন খান বাংলাদেশের সাংবাদিকদের অবস্থান ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। কাশিয়ানী উপজেলার উন্নয়ন অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত করার জন্য কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সমস্ত সাংবাদিকবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে প্রতিনিয়ত কাশিয়ানী উপজেলা প্রশাসন কে সহযোগিতা করে চলেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে তিনি তার
বক্তব্য শেষ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *