প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২১, ১২:১৩ পূর্বাহ্ণ
কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের প্রশিক্ষণ শেষে ৩৯ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৯ জন মহিলাকে প্রশিক্ষণ শেষে প্রত্যেকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।
কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মশিউর রহমান খান বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে lgsp-3 কর্মসূচির আওতায় সারাদেশে এই কর্মসূচি চলছে আর তারই ধারাবাহিকতায় কাশিয়ানীতে এই কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মহিলাদের প্রশিক্ষণ ও তাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিনি সরকারের এরকম কর্মসূচির মাধ্যমে দেশের দুস্থ ও অসহায় মহিলাদের দারিদ্র বিমোচন ও জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রথীন্দ্রনাথ রায় বলেন যাদেরকে আজ প্রশিক্ষণ শেষে এই সেলাই মেশিন বিতরণ করা হলো তারা যেন এই মেশিনটিকে ঘরের আসবাবপত্র মনে করে সাজিয়ে না রেখে বরং এ মেশিনটি কে যথাযথ ব্যবহারের মাধ্যমে কাপড় ও বিভিন্ন রকম জিনিস তৈরি করে নিজের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করেন।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীদের স্বাবলম্বী করতে ও পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাতে অংশগ্রহণ করতে পারে সরকার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার (এসিলেন্ট) আতিকুল ইসলাম প্রত্যেক ওয়ার্ডের মেম্বার গন এবং কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত