কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের সর্বসাধারণের ইচ্ছায় এবং ভালোবাসায় এবার নৌকার মাঝি মনোনয়ন প্রত্যাশী জনাব এম এম শওকত হোসেন মুকুল

 গত 19/09/2021ইং তারিখ এ মহব্বত হোসেন জুয়েলের আকস্মিক মৃত্যুতে নিজামকান্দি ইউনিয়নবাসী, তাদের একজন নির্ভরযোগ্য, জনপ্রিয়, এলাকার উন্নয়নের প্রতীক, সৎ ও আদর্শিক রাজনীতির ধারক ও তাদের আপনজন চেয়ারম্যান কে হারিয়ে শোকার্ত ও মর্মাহত।

তাদের এই শোক কাটিয়ে উঠতে না উঠতেই রাজনীতির মাঠ গরম হচ্ছে আগামী 11 নভেম্বর 2021ইং ইউনিয়ন কাউন্সিল নির্বাচনকে ঘিরে। আসছে নির্বাচনে মহব্বত হোসেন জুয়েলের সহোদর এম এম শওকত হোসেন মুকুলকে ঘিরে এরই মধ্যে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে এম এম শওকত হোসেন মুকুলকে দেখতে চায় নিজামকান্দিবাসী। এলাকাবাসী মনে করে এম এম শওকত হোসেন মুকুলও তার ভাইয়ের মত সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন পরিচালনা করতে পারবেন। শোককে শক্তিতে পরিণত করে তিনি ইউনিয়নের সর্বসাধারণের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করেন ইউনিয়নের সর্বসাধারণ।

তারা বলেন, বিগত দিনে চেয়ারম্যান থাকতেই ইউনিয়নের মারামারি গ্যাঞ্জাম মামলা-হামলা থেকে আমরা মুক্ত ছিলাম আমরা আশা করি তার ভাই আমাদের পাশে থেকে আমাদের এই প্রত্যাশাগুলো রাখবে আর আমারা গ্যাঞ্জাম হানাহানি মামলা-হামলা এসমস্ত থেকে আমাদের মুক্ত রাখবে। তাই আমরা চাই, তিনি আমাদের মাঝে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হোক।তিনি নির্বাচিত হলে সবসময় আমাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যার সমাধানে আন্তরিকেভাবে কাজ করে যাবেন বিশ্বাস করে অত্র ইউনিয়নের এলাকাবাসী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *