কাশিয়ানীর হাইশুর বৃদ্ধাশ্রমে এক শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা ও জরুরি ওষুধ প্রদান


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হাইশুর বৃদ্ধাশ্রমে জনৈক এক শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা ও জরুরি ওষুধ প্রদান করা হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৬ মে) সহকারী শিক্ষক সুব্রত চক্রবর্তী হাইশুর বৃদ্ধাশ্রমে আশ্রিত অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ৫০ কেজি চাল, ১০ কেজি ডাল, ৫ লিটার তেল ও কিছু জরুরী প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিরান হোসেন মিয়া, রাজপাট ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু সমাজের বিত্তবানদের অসহায়, প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, আর্তমানবতার সেবায় নিয়োজিত হাইশুর বৃদ্ধাশ্রমের মানবিক কর্মকাণ্ড চলমান রাখতে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা অতিসম্প্রতি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস ও তার সহধর্মিনী মনিকা বিশ্বাসের হাতে পাঁচ লক্ষ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে হস্তান্তর করেন।