কাশিয়ানীতে ৫০০ পরিবারকে ঈদ উপহার দিলেন সাবেক চেয়ারম্যান মো.মশিউর রহমান খান


পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের প্রায় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) ও নগদ আর্থিক সহায়তা দিয়েছেন সদ্য সাবেক কাশিয়ানী ইউপি চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. মশিউর রহমান খান।
আজ রোববার (১ মে) দিনব্যাপী ভাটিয়াপাড়ার তার নিজের বাড়িতে অসহায়-দুস্থ, প্রতিবন্ধী ও কর্মহীন পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের উপহার স্বরূপ শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় কাশিয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান বলেন, অতীতের ন্যায় তিনি ইউনিয়ন বাসীর বিপদে-আপদে, সুখে-দুখে পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন। তিনি তাঁর রাজনৈতিক গুরু বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান ও পরিবারের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।