প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৮:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২০, ৪:৪৫ অপরাহ্ণ
কাশিয়ানীতে মৎস্য সেক্টরের উদ্যোক্তা উন্নয়ন এবং সম্ভাবনা ও দারিদ্র্য বিমোচন এক আলোচনা সভা অনুষ্ঠিত
গত ১৩-১০-২০২০ তারিখ সকালে কাশিয়ানী উপজেলা ভবন মিলনায়তনে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক আয়োজিত মৎস্য সেক্টরের উদ্যোক্তা উন্নয়ন এবং সম্ভাবনা ও দারিদ্র্য বিমোচন শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব শাহিদা সুলতানা তিনি সকাল ১০ টায় উপজেলার মহেশপুর মাছের খাদ্য উৎপাদন মেশিন এবং উপজেলার পোনা গ্রামে মতিউর রহমান রনির মৎস্য খামার
ব্লক বাটিকের উপর অনুষ্ঠিত সমবায় ভ্রাম্যমাণ প্রশিক্ষণ নারী সমবায়ীদের আত্নকর্মসংস্থান এবং পাবলিক লাইব্রেরী বাতিঘর পরিদর্শন করে আলোচনা সভার যোগদান করেন। মৎস্য সেক্টরের উদ্যোগতার সফলতা কামনা করেন। এবং বলেন শিক্ষিত মানুষ এই উদ্যোগ নিলে বেকারত্ব থাকবে না তার কর্মস্থলে অন্যকে কাজের সুযোগ করে দেবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শাহজাহান সিরাজ তার বক্তব্যে বলেন প্রযুক্তি ও দক্ষতার উন্নয়ন করে মাছের পোনা উৎপাদন, মাছ চাষ ও মাছের খাদ্য উৎপাদন করে একজন উদ্যোক্তা কিভাবে স্বাবলম্বী হতে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কৌশল তিনি সবিস্তারে আলোচনা করেন। এতে করে দারিদ্র্য বিমোচনের পাশাপাশি কর্মসংস্থানের কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার উন্নয়নে অবদান রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। উপজেলার নতুন উদ্যোক্তাদের সরকারি সব ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়া মৎস্য চাষের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষ বৃদ্ধির বিভিন্ন কলাকৌশল সম্পর্কে সবিস্তারে আলোচনা করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা নির্বাহি কর্তা জনাব রথীন্দ্রনাথ রায়। এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এসিলেন্ট আতিকুল ইসলাম। এবং কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সাংবাদিকবৃন্দ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত