কাশিয়ানীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও অপারেশন শিবির অনুষ্ঠিত

গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলা প্রসাশন এর সহযোগিতায় আজ ২৬শে অক্টোবর সকাল ৯টা থেকে ১টা পজন্তো উপজেলা হলরুমে “সবার জন্য সুস্থ দৃষ্টি” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির কৃষ্টিয়ান সার্ভিস ইন্টারন্যাশনাল সি, এস, আই, এর ব্যবস্থাপনায় চোখের ছানি lol অপারেশন শিবির অনুষ্ঠিত হয়।

আজ এখানে উপজেলার প্রায় ১৫০ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় এবং ছানি অপারেশনের জন্য তাদের দৃষ্টিদান চক্ষু হাসপাতাল বাগেরহাটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সম্পুর্ণ বিনামুল্যে ছানি অপারেশন সহ চশমা প্রদানের ও ব্যবস্থা করা হবে বলে জানান।

এলাকার গরিব এবং দুঃস্থ মানুষ যাতে সহজেই চক্ষু পরীক্ষার সুযোগ পায় সেই কারণেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিগত দিনে অন্যান্য উপজেলায় ও এমন আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে অন্যান্য উপজেলায় তাদের এই সেবা প্রদান করবেন বলে জানান দৃষ্টিদান চক্ষু হাসপাতালে ম্যানেজার এ,এম রফিকুল ইসলাম



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *