কাশিয়ানীতে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টায় কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে, উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাদেক আহাম্মদের সৌজন্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশন ৮ ম পেরিয়ে ৯ ম বর্ষে পদার্পণ উপলক্ষে কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবকে নানা রুপে সাজানো হয়। আলোচনা সভা, দোয়া মাহফিল,কেক কাটা সহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ'দিন টি পালন করে উপজেলা সংবাদ কর্মীরা।
এ অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি শহিদুল আলম মুন্নার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওহেদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ অপু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ রায়হান হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মুরাদ, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কোবির, আলফাডাঙ্গা ভোরের কাগজের প্রতিনিধি কবির হোসেন, সমকাল প্রতিনিধি ইকবাল হাসান, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এম এ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জামাল, বিশিষ্ট নাট্যকার ও নাট্য অভিনেতা সাজ্জাদ হোসেন সাজু সহ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, সাংবাদিক- ইব্রাহিম মোল্লা, শ্যামল দত্ত, হাফিজুর রহমান, মুস্তাফা শিকদার। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।