আগামী ১১ নভেম্বর (বৃহস্পতিবার) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মোট ১৪টি ইউনিয়ন পরিষদে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়,। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল মোল্যা, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন প্রমুখ। এ সময় স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মো. শাহীনুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান, কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রায়হান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সহ মোট ৬২ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত সকল বিধি নিষেধ ও আইন মেনে চলার পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের সংঘাত পরিহার করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হয়।