কাশিয়ানী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফ্রেরুয়ারী মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মরনে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। উপজেলা পরিষদ আয়োজনে কাশিয়ানী উপজেলা চত্বর শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ এর ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরনে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সম্মিলিতভাবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
এরপর কাশিয়ানী থানা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম। শ্রদ্ধাঞ্জলি জানাতে এক মিনিট নীরবতা পালন সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সম্মিলিতভাবে দোয়া করা হয়। রিপোর্টার্স ফোরামের সভাপতি মিল্টন খানের নেতৃত্বে ফোরামের সকল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নিবার্হী কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়, কাশিয়ানী থানার অফিসার্স ইনচার্জ আজিজুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, যুবলীগের সভাপতি তুহিন কাজী ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন