কাশিমপুর থানায় বসবাসরত এস আই জাহাঙ্গীরের বিরুদ্ধে গন স্বাক্ষর

কাশিমপুর থানার অন্তরগত ২নং ওয়ার্ড নির্মান ভিলেজ তেতুইবাড়ি এলাকায় বসবাসরত এস আই অব পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের বিরুদ্ধে জনগন গন স্বাক্ষর করেছেন বলে জানাযায়। তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়ে পরিনত হলেও কাউকে তোয়াক্কা না করে সকল অনিয়ম দুর্নীতি কর্মকাণ্ড বহাল তবিয়তে করছেন জাহাঙ্গীর। বিগত দিনে কাশিমপুর থানায় তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী।সে সময় কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর হোসেন। সরজমিনে তদন্ত করার জন্য কাশিমপুর থানার চৌকশ পুলিশ অফিসার এস আই আল আমীনকে দায়িত্ব প্রেরন করেন। এস আই আল আমীন গোপনে ও প্রকাশ্য তদন্ত করেন। এবং এস আই জাহাঙ্গীরের দুর্নীতির নমুনা লক্ষ করেন। জনগনের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

১৭/০৯/২০২০ বৃহস্পতিবার জনগনের চলাচলের রাস্তা বন্ধকরে নিজ বিল্ডিংএর কাজ করাতে দেখা যায়। নিজে পুলিশের পরিচয় দিয়ে। সাধারন জনগন ও কোনো লোক প্রতিবাদ করতে এলে গুলি মেরে ফেলার হুমকি প্রদান করেন। বিগত দিনে বিচার শালিসে তার সিড়ি ভেঙ্গে নেওয়ার কথা থাকলেও অদ্যাবধি সেটা না ভেঙে তিনি নতুন বিল্ডিংএর কাজ করছেন। তিনি তার বিরিদ্ধে গণমাধ্যমকর্মীরা সংবাদ প্রকাশ,করলে। মিথ্যামামলায় ভোগানোর হুমকি প্রদান করেন।

নিজের বাড়িটাকে এস আই জাহাঙ্গীর।মিনি চিড়িয়া খানায় পরিনত করেছেন। কুকুর,বানর,হাঁস,মুরগী,গরু,ছাগল,কবুতর,ও বিভিন্ন পশুপাখি পালন ও গাছগাছালিত নৃত্যনতুন গাড়ির আমদানিতে জনগনের চলাচলের বাঁধা প্রদান করছেন। অপরিষ্কার অপরিছন্নতার কারনে স্বাস্থ্যহীনতায় ভুগাচ্ছেন জনগনকে।

এস আই জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকাবাসী কাশিমপুর থানার দুই নং ওয়ার্ড কাউন্সিলর বরাবর অভিযোগ দায়ের করেন। সিকিউরিটি সেল বরাবর অভিযোগ দায়ের করেন। ডি সি উত্তরা জোনে অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ কাশিমপুর থানায়,অভিযোগ দায়ের করেন। এমনি অগনিত জায়গায় অভিযোগের অনুলিপি প্রেরন করেন। তার,বিরুদ্ধে কোন রকম কথা বললে মিথ্যা মামলায়, ফাসানোর হুমকি প্রদান করেন। এস আই জাহাঙ্গীর নিজের স্ত্রী দিয়ে অশালীন বাক্য পাঠ করান। নারী নির্যাতনের মামলা করবে বলে প্রকাশ্য হুমকি প্রদান করেন।

জাহাঙ্গীর পুলিশের এস আই বিধায় সকল অপকর্ম করেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যায় চলছেন বলে জানাযায়। একজন এস আইয়ের এত সম্পদের পাহাড়ে জনমনে খোভ তিনি কি আলাদীনের আশ্চর্য প্রদীপ পেলো নাকি। তার আয়ের উৎস কি।হয়তবা কেঁচো খুড়তে শাপ বাহির হতে পারে। অতএব এলাকাবাসীর দাবী,অনতি বিলম্বে তার বিরুদ্ধে আনিত অভিযোগের চুড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ করে প্রকৃত দোষী হলে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *