কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই জুন শনিবার সকালে দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মিয়া। কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অনুপ বিস্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জমান মিয়া এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম মিয়া কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ করে যাওয়ার আহব্বান জানান।

তিনি আরো বলেন আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা জননেত্রী শেখ হাসিনার এবং আমাদের প্রিয় নেতা ফারুক খান এমপির কর্মী। জননেতা ফারুক খান এমপির নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ এক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দলীয় সকল কর্মসূচি ও নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য বলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বাবুল আক্তার খান,কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশুতোষ বালা,গনজোর আলী খান, রওশন আলী শিকদার,হানিফ খান,ফরহাদ মল্লিক, শিক্ষক দীপঙ্কর বিশ্বাস,প্রধান শিক্ষক শামসুদ্দিন সরদার, সুমন মৌলিক, কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফকির মিরাজ আলী শেখ,আশরাফুজ্জামান খাঁন দুঃখু,লুৎফর রহমান খান, কাশালিয়া ইউনিয়ন ছাত্র লীগের আবিদুর রহমান সাব্বির,পীর তানভীর শেখ,নাসিম মল্লিক প্রমুখসহ কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *