কাশালিয়া ইউনিয়নে ৯৪৫ কার্ডধারীর কাছে টিসিবির পণ্য বিক্রি


গোপালালগঞ্জ জেলার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য ফ্যামেলি কার্ডের মাধ্যমে বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার (২৬ জুন) সকাল থেকে জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের ৯৪৫ জন ফ্যামেলি কার্ড ধারীদের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি করা হয়। সকাল ৯ থেকে শুরু হয় বিক্রি আর শেষ হয় ৫ টায়। এ সময় কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সিরাজুল ইসলাম মিয়া সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের শুভউদ্বোধন করেন। এছাড়াও ট্যাগ অফিসার মো.সামসুদ্দিন সরদার , ইউনিয়ন পরিষদের সদস্য এবং কাশালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টিসিবির ডিলার শেখ আসাদুজ্জামান নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কার্ডধারীরা ৪০৫ টাকার প্রতি প্যাকেজে রয়েছে ১কেজি করে চিনি , ২কেজি করে মসুর ডাল ও ২লিটার করে সয়াবিন তেল কিনতে পারবেন। প্রথম দফায় আগামী ২৬শে জুন পর্যন্ত কার্ডধারী পরিবারগুলোর মধ্যে এই পণ্য বিক্রি করা হবে।