প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২০, ৫:৪৭ অপরাহ্ণ
কালীগঞ্জ থানার নলতা ইউনিয়নে খেলার মাঠ দখলের চেষ্টায় নজরুল পাড়
বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত সোবহান পাড়ের ছেলে নজরুল পাড়ের বিরুদ্ধে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বিষয়টির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, র্যাব-৬, ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে এলাকার সচেতন মহল। অভিযোগ সূত্রে জানা যায়, নলতার কাশিবাটি ফুটবল মাঠটি শত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠ। ৭৭ নং কাজলা কাঁশিবাটি সরকারি প্রাইমারি স্কুলের সামনে রাস্তার পাশেই এই মাঠটি। বছরের প্রায় সকল সময় মাঠটিতে খেলাধুলা হয়। স্কুলের শিশুদেরও একমাত্র খেলার মাঠ এটি। তবে, বছর চারেক আগে এই ঐতিহ্যবাহী খেলার মাঠটির দক্ষিণপাশে বেশ কিছু জায়গা জুড়ে নজরুল পাড় (৫০) আলীশান বাড়ি তৈরি করেন। এরপর থেকে নজরুল পাড়ের পরিবারসহ সকল যানবাহন এই খেলার মাঠের বুক চিরে যাতায়াত করে। মাঠের মাঝখান বরাবর বাড়িতে ঢোকার গেট করেছে। অবাধ যাতায়াতে মাঠের মধ্যে রাস্তায় পরিণত হচ্ছে, যাতে করে দিন দিন মাঠটি নষ্ট হচ্ছে এবং খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। সম্প্রতি নজরুল পাড় মাঠটির মধ্যে পথ তৈরি এবং দখলের উদ্দেশ্যে ২২৩ নং খতিয়ানে এস.এ ২৭০ দাগে ছখিনা ও আবুল হোসেনের নিকট থেকে ৬ শতক জমি ক্রয় করে। জমিটি অন্যস্থানে হলেও সেটি মাঠের মধ্যে দেখিয়ে নজরুল পাড় রাস্তা বানানোর জন্য তা দখলের পায়তারা করছে বলে অভিযোগ হয়েছে। এর ফলে ক্ষিপ্ত হয়ে উঠতে শুরু করেছে এলাকাবাসী। এদিকে, বাধা সত্বেও মাঠের মধ্যে বিদ্যুতের খুটি পোতা হয়েছে বলেও অভিযোগ দেওয়া হয়েছে নজরুল পাড়ের বিরুদ্ধে।জামাত ইসলামের মদদদাতা নজরুল পাড়।জামাত-শিবিরের একাধিক মামলার আসামিদের কে নিয়ে।খেলার মাঠের মধ্য দিয়ে বাড়ি ফেরার রাস্তা তৈরি করার জন্য।মাঠ পরিচালনা পর্ষদকে হুমকি প্রদান করেন।বিভিন্ন খেলোয়াড়দের কে খেলার মাঠে না আসার জন্য মোবাইল ফোনে বা বঘাটে ছেলে দিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি প্রদান করেন।বিভিন্ন অপকৌশল অবলম্বন করছেন শুধুমাত্র মাঠটি ধ্বংস করার জন্য।গণমাধ্যমকর্মীদের তদন্ত পর্যবেক্ষণে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।শিশু থেকে বৃদ্ধরাও নজরুল পাড়ের।ঘৃণিত মন মানসিকতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তোলেন। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ রুহুল আমিনের পক্ষে শেখ আছাদুজ্জামান ৬ জুন পল্লী বিদ্যুতের ডিজিএম বরাবর অভিযোগ দায়ের করে। ব্রি: জেনারেল রুহুল আমিন গ্রামবাসীর উন্নয়নে একটি বৃদ্ধাশ্রম ও সমাজ সেবামূলক প্রতিষ্ঠান গড়ার জন্য ঐ স্থানে বেশ কিছু জমি ক্রয় করে। মাঠ দিয়ে এবং তার জমির উপর দিয়ে যাতে বিদ্যুতের তার না যায় সেজন্য লিখিত অভিযোগ করলেও নজরুল পাড় তোয়াক্কা না করে দেনদরবার করে জোরপূর্বক বিদ্যুতের খুঁটি বসিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সার্বিক বিষয়ে চিন্তা করে ঐতিহ্যবাহী খেলার মাঠটি সুরক্ষায় মাঠের মধ্যে যাতে অবৈধ পথ তৈরি না হয় এবং মাঠটি যাতে ভবিষ্যতের জন্য প্রাচীর দিয়ে সংরক্ষণ করা যায় সেসব বিষয়ে মাঠ কমিটির ক্রীড়া সম্পাদক, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্থানীয় শালিসদার, এনজিও কর্মকর্তা, চাকুরিজীবী ও সমাজসেবকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অভিযোগ দিয়ে সরকারের প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত