প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২২, ৭:১৩ অপরাহ্ণ
কালিয়া ব্যাংকের টাকা ছিনতাই, মোটর সাইকেল সহ ছিনতাইকারী আটক
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ায় গ্রামীন ব্যাংকের টাকা নিয়ে পলায়ন কালে টিটো খান (৩০) নামে এক ছিনতাইকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। ১৩ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ১২ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত টিটো খুলনা জেলার তেরখাদা থানার কোলা গ্রামের হারুন খানের ছেলে।
ব্যাংক সুত্রে জানা যায়, গেটে একটি এপাসি মোটরসাইকেল রেখে লোকটি ভিতরে প্রবেশ করে। মাঠকর্মীরা কালেকশন করে অফিসে ফিরে তাদের ব্যক্তিগত ড্রয়ারে টাকা রেখে ব্যাংক অভ্যন্তরে ঘোরাঘুরি করছিল। ওই লোকটি হঠাৎ মাঠকর্মী জসিমের ড্রয়ার টেনে ৩৭ হাজার ৯শত ৫ টাকা নিয়ে মোটরসাইকেলে চম্পট দেওয়ার প্রাক্কালে কর্মীরা তাকে ধরে থানার খাশিয়াল ইউনিয়নের বিট পুলিশ অফিসার রঞ্জিত কুমার সেনের নিকট হস্তান্তর করে।
পরবর্তীতে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম তাকে দন্ডবিধির ৩৫৬ ধারায় দোষী সাব্যস্ত করে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করেন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত