প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ৯:১৫ অপরাহ্ণ
কালিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নড়াইলের কালিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা তরিকুল ইসলাম তারা নামে এক আসামী কে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
৭মে (শুক্রবার) দুপুর ২:৩০ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম তারা উপজেলার কুলশুর গ্রামের মেসার্স মশিয়ার এন্টারপ্রাইজের মালিক ও মোঃ গফ্ফার শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) (নিঃ) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এস.সি. ৩৮/১২/১৭ এর সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান প্ররিচালনা করে তাকে আটক করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওছি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক আসামী মোঃ তরিকুল ইসলাম তারা লোহাগড়া থানার দিঘলিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে এবং সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত