কালিয়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে দলিল হস্তান্তর
নড়াইল জেলার কালিয়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার আশ্রয় প্রকল্পের ২, জমির ও ঘরের দলিল ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর করে নড়াইল ১আসনের সংসদ সদস্য কবিরুল হক (মুক্তি)। রবিবার (০৬ ফেব্রুয়ারী) কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তন এ জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। কালিয়া উপজেলায় আশ্রয় প্রকল্পের জমির ও ঘর ২৫০ পরিবারের কে প্রস্তুত করে দেওয়া হয়েছে এবং ১৫ টা ঘর র্নিমানের কাজ চলে। এ পযন্ত ভূমিহীন পরিবারদের ২৫০ জনেন হাতে দলিল হস্তান্তর করা হয়েছে। এসময় নড়াইল ১আসনের সাংসদ সদস্য কবিরুল হক (মুক্তি) বলেন “দলিল যার জমি তার” বাসস্থান মানুষের মৌলিক অধিকার। বাসস্থানের অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর মুজিববর্ষ উপলক্ষে উপহার জমি ও ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবার কে জমিসহ বাড়ির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হলো।