কালিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু
কালিয়া(নড়াইল) প্রতিনিধিঃ
বিশেষ প্রতিনিধি করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে নড়াইলের কালিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিমল কুমার রায়ের (৫০) মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬ ঘটিকার সময় তিনি মারা যান। বিমল রায় পুরুলিয়া গ্রামের মৃত রাজ কুমার রায়ের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের পুরুলিয়া গ্রামের বিমল রায়ের ছেলে পদ্যনাথ রায় সাতক্ষীরা যমুনা ব্যাংকে চাকরি করেন। পনের দিন আগে পদ্যনাথ রায় করোনা উপসর্গ নিয়ে পুরুলিয়া গ্রামের বাড়িতে আসেন। সুস্থ হয়ে পদ্যনাথ রায় তার কর্মস্থলে চলে যান। এরপর থেকে বিমল রায়ের মধ্যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট দেখা দেয়। জ্বর, শ্বাসকষ্ট, কাশি এসকল করোনা উপসর্গ নিয়ে শনিবার সকালে তিনি মারা যান। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুদা বলেন, মৃত বিমল রায়ের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নিরাপত্তার মধ্য দিয়ে সৎকারের ব্যবস্থা করা হচ্ছে।