কালিয়ায় প্রথম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সেই ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব ৬
নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়নের বাজে বাবরা গ্রামে প্রথম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সেই ধর্ষক সামিরুল(২২)কে আটক করেছে র্যাবে -৬।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণকারী সামিরুলকে আটক করে।
আটক আসামি সামিরুল উপজেলার কলামনখালি গ্রামের আহম্মদ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাবে -৬ ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবে ৬ আরো জানায় যে, ধর্ষক সামিরুল ধর্ষণের কথা স্বীকার করে র্যাবের কাছে জবানবন্দি দিয়েছে।
র্যাব তাদের প্রেস বিজ্ঞপ্তিতে ধর্ষকের জবানবন্দিতে জানিয়েছে, সে(ধর্ষক সামিরুল) ঘটনার সময় ঘটনাস্থল দিয়ে টলি গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং ভিকটিমকে সেখানে একা পেয়ে তার খারাপ চিন্তা ভাবনা মাথায় আসলে ভিকটিমকে জোরপূর্বক মুখ চেপে ধরে বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিকটিম শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার ও কান্নাকাটি করলে সে পালিয়ে যায়। এছাড়াও ধর্ষণকারী ভেবেছিল যে, ভিকটিম একজন ছোট্ট শিশু তাকে সনাক্ত করতে পারবে না।
উল্লেখ্য, গত শুক্রবার ১৫ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলামনখালী নজরুল মোল্লার বাড়ির পাশের বাগানে ধর্ষক সামিরুল প্রথম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ঐ শিক্ষার্থীকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রবিবার কালিয়া থানায় ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধন /০৩) এর ৯(১) ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা নং-১০।
এ বিষয়ে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, ধর্ষক আসামি সামিরুলকে কালিয়া থানায় সোপর্দ করছেন র্যাব-৬।