কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময় অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাউখালী উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ডিজিটাল বাংলাদেশ থেকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ রুপান্তর কল্পে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের দৃঢ়তার সাথে কাজ করার লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রেজাউল তালুকদার স্বপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। আমরা আশাবাদী বর্তমান সরকারের উন্নয়নচিত্রকে ধারন করে জনগণ আওয়ামীলীগ সরকারের প্রতি আবারো আস্থা রাখবেন। নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে চাইছে। বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। কোন অপশক্তি উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে পারবে না বলে সকলে হুশিয়ারী উচ্চারণ করেন। কাউখালী সদর ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।

কোন অপশক্তি পারবেনা দেশের উন্নয়ন রুখে দিতে। বর্তমান সরকারের সঙ্গে এখন দেশের সাধারণ জনগণ আছে। সাধারণ জনগণ দেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায়। উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের স্বিদ্ধান্ত গৃহীত হয় মতবিনিময় সভায়। এ সময় সদর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অন্তর্গত ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মাঠ পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *