কর্মশালা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনা, সাপের কামড় সহ বিভিন্ন বিষয়ে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমদাদুল হক মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান শেখ, পৌরসভার কাউন্সিলর ফায়েক শেখ, কেরামত মোল্লা, চানমিয়া, ইউপি সদস্য হাবিব মুন্সী সহ উপজেলার বিভিন্ন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ বক্তব্য রাখেন।