কর্ণেলহাট এলাকায় চাঁদা না দেওয়ায় হকারকে চুরিকাঘাত


চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাস্থ ১০ নং ওয়ার্ড কর্ণেলহাট এলাকায় চাঁদা নিয়ে হকার – ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রুবেল নামের এক হকার ব্যবসায়ী চুরিকাঘাতে আহত হয়েছে। অদ্য ১৮ ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নগরীর কর্ণেলহাট এলাকায় এই সংঘর্ষ ঘটনা ঘটে। সরেজমিনে গেলে জানা যায়,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন টিটুর গ্রুপের ছাত্রলীগ নেতাদের সাথে হকার ব্যবসায়ীদের চাঁদা তুলা নিয়ে সংঘর্ষ ঘটে।এতে মোঃ রুবেল নামের এক হকার ব্যবসায়ীকে চুরিকাঘাত করে মারাত্মক আহত করে টিটু গ্রুপের সদস্য মোঃ হারুণ।
এদিকে মোঃ নবী গনমাধ্যমকে বলেন আশরাফ উদ্দিন টিটু গ্রুপের দলীয় ছেলেরা প্রতিনিয়ত কর্নেলহাট এলাকার হকার ব্যবসায়ীদের নিকট থেকে হুমকি ধুমকী দিয়ে ব্যাপক চাঁদাবাজি করে আসছিল সেই সূত্র ধরে আজ আমার দোকানের সামনে আমি হকার দোকান বসায়।আমার হকার দোকান বসানোর পর ছাত্রলীগ নেতা মোঃ হারুন এসে আমার কাছে চাঁদা দাবী করে এতে আমি চঁাদা দিতে না চাইলে তারা দলবল নিয়ে ক্ষিপ্ত হয়ে আমার হকার দোকানি মোঃ রুবেল কে চুরিকাঘাত করে মারাত্মক জখম করেছে,বর্তমানে আহত রুবেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান। এদিকে যারা হামলা করেছে তারা হলেন ঃমোঃ রাকিব,মোঃ হারুন,মোঃ মুন্না ও মোঃ পলাশ,মোঃ জনি,মোঃ রিয়াদ । এদিকে আশরাফ উদ্দিন টিটু’র সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
সূত্রঃ বিবিসিনিউজ ২৪, ডেস্ক