করোনা মোকাবেলায় টুঙ্গিপাড়ায় রাতের অন্ধকারে ও থেমে নেই উপজেলা প্রশাসন

করোনা
 করোনা মোকাবেলায় টুঙ্গিপাড়ায় রাতের অন্ধকারে ও থেমে নেই উপজেলা প্রশাসন। করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধিতে আজ মঙ্গলবার দিবাগত রাতে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান এর উদ্যোগ ও তত্ত্বাবধায়নে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা মূলক কর্মসূচি পালন, ত্রান বিতরণ ও সেই সঙ্গে মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধও করার পাশাপাশি মাস্ক বিতরণ করেন।
আজ ২৭ই জুলাই (লগডাউন এর ৫ম দিন) টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান এর যৌথ উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযান আজ রাত ৮:৩০ মিনিটে উপজেলার পাটগাতি বাজার, গিমাডাঙ্গা নতুন বাজার হয়ে সিঙ্গিপাড়া এলাকাব্যাপি বৃস্তিত ছিলো। এসময় জনসাধারনের উদ্দেশ্যে মানবতার সেবক টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সারা দেশ সহ টুঙ্গিপাড়া দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
করোনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রথম থেকেই কাজ করছে। তিনি বলেন করোনার এই সংকটময় মুহূর্তে অনেক নিম্ন আয়ের মানুষ ঘরবন্দি হয়ে খাদ্য‌ অভাবে ভুগছেন।
এমতাবস্থায় তাদের খাদ্য সহায়তা প্রদান করতে উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর। তিনি বলেন বিগত দিনে এমন অনেক মানুষ কে আমার খাদ্য সহায়তা দিয়েছি। এরপর কর্মচঞ্চল ও নিষ্ঠাবান উপজেলা সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *