করোনা মোকাবেলায় কাশিয়ানীতে তথ্য সচিবের মাস্ক বিতরণ


গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা (কোভিড-১৯) মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১২ জুন) দুপুরে চাপ্তা কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে মোঃ আমিন উদ্দিন স্মৃতি পরিষদ, খুলনা ও চাপ্তা আইডিয়াল ক্লাবের উদ্যোগে এ মাস্ক বিতরণ করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জুবায়ের রহমান রাশেদ, সাংস্কৃতিক সংগঠক, বিশিষ্ট সমাজকর্মী এবং শিক্ষাবিদ এম.এম মাসুদ মাহমুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।